আমার হৃদয়ে লুকিয়ে রেখেছি
বেহেশতি প্রেম যত,
মায়ের আচলে লুকানো একটি
ছোট্ট শিশুর মতো!

তবুও যেমন লুকানো যায় না
মৃগ-কস্তুরি ঘ্রাণ,
তেমন করেই ছড়িয়ে পড়ে সে
দিল দরিয়ার দান!

তোমার হৃদয় জায়নামাজ—হে,
বসেছি হেথায় আমি;
দিনরাত বসে প্রেমের নামাজে,
সে জায়নামাজ চুমি।

১০৬
মন্তব্য করতে ক্লিক করুন