জয়দেব বসু

কবিতা - বসন্তের প্রথম লিরিক

জয়দেব বসু

দীর্ঘ বিরহ, আমি ছুঁড়ে দিচ্ছি মুষ্টিভর ভালোবাসা, আজ বৃষ্টি নামুক সব ভারতীয় মেয়েদের চোখে,
বৃষ্টি নামুক আজ গ্রীষ্মপুতনার স্তনে এতটুকু জল নেই
বৃন্তে বিষ ভারি হয়ে আছে,
যে মেয়েটি কাজল পরেছে আর যে মেয়েটি মেহেদী রাঙানো হাত মেলে ধরেছিল, তাদের সবার কষ্টে
শিয়ালদা জুড়ে কাল বহুক্ষণ বন্ধ ছিল বাস;
যে মেয়েটি সদ্য যুবতী আর যে মেয়েটি গতকালই
তালাক পেয়েছে তাদের সবার চোখে বৃষ্টি নামুক আজ, দীর্ঘ বিরহ,
আমি ছুঁড়ে দিচ্ছি মুষ্টিভর ভালোবাসা,
ফ্লাইওভারের গায়ে চাপ-চাপ রক্ত মুছে দাও
এখন এপ্রিল, তুমি – যে বিদেশি এখানে এসেছ, দেখো রুক্ষতম মাস,
স্কটলেন জুড়ে শুধু ঝকমক করে উঠছে গুন্ডাদের ছুরি, তুমি – যে বিদেশি
এখানে এসেছ, দেখো ব্রিগ্রেডপ্যারেড মাঠে পতাকার গালচে পেতে রাখা,
তুমি কখনো ভুলনা সেই মেয়েটির কথা –
মাথায় বোমার দাগ যে মেয়েটি মুছতে পারেনি,
আর যে ছেলেটি বোনের কষ্টে কাল সারারাত
স্লোগান বুনেছে তার ভায়োলিনে, হায় দীর্ঘ বিরহ, আমি

ছুঁড়ে দিচ্ছি মুষ্টিভর ভালোবাসা, তারা জল হয়ে, বিরুদ্ধতা হয়ে
ঝরে যাক ভারতীয় মেয়েদের চোখে আর যে ছেলেরা তাদের পাঁজর খুলে
অস্ত্র গড়েছে – আমি তাদের সবার দিকে ছুঁড়ে দিচ্ছি মুষ্টিভর ভালোবাসা,
দীর্ঘ বিরহ, আমি ছুঁড়ে দিচ্ছি…

পরে পড়বো
৩৩০
মন্তব্য করতে ক্লিক করুন