বোকা

জয় গোস্বামী জয় গোস্বামী

তাকে ছেড়ে চলেছ সন্ধ্যায়
চাঁদ ওঠে।
চাঁদ উঠে যায়
গাছের মাথায়

আর কোনও দায়
রইল না তোমার

তোমার এই ছেড়ে যাওয়া
মহোল্লাসে উদযাপন কোরে
ঝোপঝাড়ে ঝিঁঝিপোকা ডাকে চমত্কার

তোমার যাওয়ার পথে একদৃষ্টে তাকিয়ে
কেন যে বোকার মতো চোখ দিয়ে জল পড়ে এখনও
বৃদ্ধ লোকটার
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন