খোঁজ
জয় গোস্বামী
ঘরের কুকুর ঢুকল ঘরে, গোঁফে সন্দেহের রোঁয়া
শুঁকে-শুঁকে ফিরে গেল। কোনও দেহ পড়ে নেই আর।
দ্যাখেনি সে,বারান্দায় কাটা মাথা রয়ে গেছে প্রভুজি, তোমার।
শুঁকে-শুঁকে ফিরে গেল। কোনও দেহ পড়ে নেই আর।
দ্যাখেনি সে,বারান্দায় কাটা মাথা রয়ে গেছে প্রভুজি, তোমার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন