অপেক্ষা

জয় গোস্বামী জয় গোস্বামী

যতবার বেল বাজে
ভাবি তুমি এলে

দরজা খুলে দেখি,অন্য কেউ

মনে ঢেউ ওঠে, মনে
মরে যায় ঢেউ
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৪৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন