অথৈ
জয় গোস্বামী
আমি ছিলাম কৃষ্ণশিলা, বৃষ্টিজলে ভেজা
আমি ছিলাম গাছের তলায় ফুল চড়ানোর স্তূপ
আমি ছিলাম শ্রমিক হাতের একশো দিনের কাজ
আমার নতুন কবিতা সব পৌঁছে গেল আজ
তোমার মানে, পুজোর ঘরে তুমি জ্বাললে ধূপ
বললে আমায় : সবার চোখের সামনেই ভেঙে যা…
যতই ভাঙি ততই আলো, পদক পাওয়া ততই…
ততই লাভ করি তোমায়, অথৈ, আমার অথৈ!
আমি ছিলাম গাছের তলায় ফুল চড়ানোর স্তূপ
আমি ছিলাম শ্রমিক হাতের একশো দিনের কাজ
আমার নতুন কবিতা সব পৌঁছে গেল আজ
তোমার মানে, পুজোর ঘরে তুমি জ্বাললে ধূপ
বললে আমায় : সবার চোখের সামনেই ভেঙে যা…
যতই ভাঙি ততই আলো, পদক পাওয়া ততই…
ততই লাভ করি তোমায়, অথৈ, আমার অথৈ!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন