তুষানল
জয় গোস্বামী
মনে-মনে পুড়ে যাচ্ছি
বুঝতে পারছ না?
একদিন তোমার ভরসা আমিই তো ছিলাম
পারি না ভিক্ষুক হতে জগত্সম্মুখে
আজকে আমাকে তুমি তুষানলে বসিয়ে রেখেছ
বসে আছি দম চেপে
শেষ হয়ে আসা প্রাণটুকু
দুটি হাতে ধরে
বুঝতে পারছ না?
একদিন তোমার ভরসা আমিই তো ছিলাম
পারি না ভিক্ষুক হতে জগত্সম্মুখে
আজকে আমাকে তুমি তুষানলে বসিয়ে রেখেছ
বসে আছি দম চেপে
শেষ হয়ে আসা প্রাণটুকু
দুটি হাতে ধরে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন