আমি একটি দেশের কথা বলছি
যে দেশের সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়েছে বার বার
যারা সার্বভৌমত্বের কথা বলতে চেয়েছে
তাদেরকেই হত্যা করা হয়েছে প্রতিবার
অধিকারের কথা বললেই ট্যাগিং- রাজাকার ভারতবিরোধী পাকিবীজ
যে দেশে দেশ রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবরার ফাহাদ
আবু সাঈদ মুগ্ধ ওসমান হাদি আর অগণিত তাজা প্রাণ
হয়তো রক্ত ঝরবে আর
হয়তো শহিদ হবেন অজস্র আরো
এ তো সেই দেশ
যেখানে একটি দলের কাছে থাকে গোলামীর জিঞ্জির
আর অন্য দলের কাছে স্বাধীনতার পতাকা
এই তো সেই দেশ যে দেশের বাইরে
আমার কোনো ঠিকানা নেই
এটাই হলো আমার ঠিকানা
প্রিয় দেশবাসী
আপনারা আপনাদের ঠিকানা নিশ্চিত করুন
নইলে ওরা কবর দেবার মাটিটুকু কেড়ে নেবে
জানাজার আগে

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন