মোঃ জুনাইদ তালুকদার

কবিতা - পঞ্চপাণ্ডবের বিদায়

লেখক: মোঃ জুনাইদ তালুকদার

সাদা-কালো ছবির পাতায়, স্মৃতি হয়ে থাকবে ওরা,
বিজয়ের গল্প লিখেছিল, একসাথে পাঁচ জন সুরমা।
একটা সময়, একটা দল, এক ছিলো তাদের মন,
ক্রিকেট মাঠে ছিল তারা, বাঘের মতো দুর্জয় জীবন।

মাশরাফির ডাকে ঝাঁপিয়ে পড়ত, ছিলো নেতৃত্ব তার,
শাকিবের স্পিনে বিশ্ব কাঁপত, জয়ের ছিলো ধারা।
তামিমের ব্যাটে বজ্রের তান্ডব, চার-ছয়ের ঝড়,
রিয়াদ ছিলেন নীরব যোদ্ধা, গড়েছেন বহু প্রহর।

মুশফিকের চোখে ছিলো আগুন, ব্যাট ছিলো ভাষা,
অসাধারণ লড়াইয়ে, দেখিয়েছে তারা আশা।
বাংলার মাঠ, বাংলার প্রাণ, করতালিতে গর্জে ওঠে,
তাদের নামে, তাদের গানে, হৃদয় এখনো বাজে রথে।

সময়ের স্রোতে, দিন বদলায়, বিদায় বেলায় চোখ ভিজে,
তবু মনে থাকবে চিরকাল, লাল-সবুজের বুকের গায়ে।
পঞ্চপাণ্ডবের নাম রবে, ইতিহাসের পাতায়,
বাংলাদেশের হৃদয়ে, ভালোবাসা হয়ে জ্বলে জ্বলে যায়।

তোমরা গেলে, তোমরা রবে, ক্রিকেট প্রেমিকদের মনে,
নতুন যারা আসবে পরে, পথ দেখাবে তোমাদের স্বপ্নে।
বিদায় বন্ধু, বিদায় যোদ্ধা, তোমাদের গল্প বেঁচে থাক,
বাংলার বুকে, ক্রিকেট ধ্বনি—স্মৃতির পাতায় থাক!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন