মেঘের জাহাজে ভেসে তুমি পশ্চিমের দেশে চলে গেলে –
কেটে গেলো ভাতঘুমের দুইপ্রহর
বিকেলের মুখে রোদ্দুর আকাশে জেগে উঠলো
‘নীল রঙ্গের চর’
তোমার খা খা করা শূন্যতা আমায় পুড়াতে লাগলো চৈত্রের খরতাপে…
ভ্রমণসূচী মেনে, নক্ষত্রের ঘাটবদলে-
নবান্ন নিয়ে একেএকে মেঘের সব জাহাজ ফিরে এলো স্ব স্ব বন্দরে
শুধু তুমিই রয়ে গেলে পশ্চিমের দেশে – আমাদের প্রেমকথা ভুলে।
২।
* নির্ঘুম মেঘরাত
বর্তমানের মুখে নোঙ্গর গেড়েছে
প্রাক্তন এক কুয়াশামাখা হিমাঙ্কের শীতবিকেল
তোমার প্রেমপ্রেম মায়াচোখ যেনো এখন জ্বলন্ত কাঠকয়লা
ধেয়ে আসা আগুন উত্তাপে পুড়ছে ভেতর
উচাটন – হাঁসফাঁস…
নির্ঘুম মেঘরাত।
সময়ের চেইন ঘুরাতেই মরে যায়
বর্তমান দিন-রাত, ক্যালেন্ডারের সংখ্যা, চৈত্র-শ্রাবণ
পৃথিবীর রঙ।
শুধু মরে না মনছোঁয়া কিছু পুরানো সময়!
৩।
* স্মৃতিরোমন্থন
একটু আগে, স্মৃতির গোডাউন থেকে লাফিয়ে নামলো
পুরানো এক রোদের বিকেল-
যেখানে দক্ষিণের বাতাসে নড়ছে তোমার মন্ত্রমুগ্ধ চুল আর
চোখের গণিতে টগবগ করছে টইটুম্বুর মায়া…
এইসব আয়োজন শুধুই আমার জন্য
শুনে, বুকের গহীনে বাজতে থাকলো স্বর্গজয়ী ড্রামস্
রক্তের রন্ধ্রে রন্ধ্রে সংক্রামিত হলো প্রেম।
অতঃপর, জাহাজীগতিতে চারিপাশে সন্ধ্যা নেমে এলে
তুমি এঁটে দিলে তোমার-আমার ঠোঁট আর কপোলের অবশিষ্ট দূরত্ব
ভেসে গেলো নিষ্কল লজ্জার জং-
মন্তব্য করতে এখানে ক্লিক করুন