কফিল আহমেদ

কবিতা - গঙ্গাবুড়ি

কফিল আহমেদ

এ বসি
একটু কাঁদি, ধুলার পাহারে
কাঁদলে কিরে ধূলার পাহারে
গঙ্গাবুড়ি গঙ্গা বয়ে যাবে
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

নামে চুম নাইরে আমার নামে ঘুম নাই
প্রাণে প্রাণ মেলাবোই
বলে রাখি, বলে রাখি
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

এমনতো হতেই পারে যে গাইতে গাইতে
কাঁদতে কাঁদতে যে কেউ ঘুমিয়েছে, ঘুমিয়েছে
কাঁদলে কিরে ধূলার পাহারে
গঙ্গাবুড়ি গঙ্গা বয়ে যাবে
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

ঘুমজুড়ে, ও ঘুমজুড়ে
পথে রংধনুর একটা সাঁকো পড়ে, সাঁকো পড়ে
কাঁদলে কিরে ধূলার পাহারে
গঙ্গাবুড়ি গঙ্গা বয়ে যাবে
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

বয়ে চলো, ও জলাধরো
কাঁদলে কিরে ধূলার পাহারে
গঙ্গাবুড়ি গঙ্গা বয়ে যাবে
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

নামে চুম নাইরে আমার নামে ঘুম নাই
প্রাণে প্রাণ মেলাবোই, বলে রাখি, বলে রাখি
কাঁদলে কিরে ধূলার পাহারে
গঙ্গাবুড়ি গঙ্গা বয়ে যাবে
গঙ্গাবুড়ি গঙ্গাবুড়ি শোন
এত সুন্দর নামটি তোমার কে দিয়েছে বলো

৪২
মন্তব্য করতে ক্লিক করুন