আত্মসমর্পণের আগে যে কলমে নি:শেষিত কালি
তার নাম চূড়ান্ত পরাজয় ।
এই দৃশ্য সাধারণ নয় । কেননা এই দৃশ্যে
স্বাধীনতাকামী মানুষের সাথে পাখিরাও জয়োল্লাস করে
কেননা যে গুলিতে লক্ষ লক্ষ প্রাণ ঝরে যায়
সেখানে রক্তজবার রঙে লেখা হয় ঘৃণা ও উল্লাস ।
কেননা আমরা আজ নির্বাসন থেকে ফিরে আসা
গগনবিদারী শ্লোগান
আমরাও যুদ্ধের শেষে হয়ে গেছি সার্বভৌম পাখির পালক
আমরাও রক্তগঙ্গায় ভেসে থাকা নিজভূমে
পরবাসী স্বজনের লাশ
আমাদের দারুণ ক্রোধে ফিরে আসছে
গিন্সবার্গের শরণার্থী কবিতা ।
আমরা বদ্বীপের লোক
আমরা ভাত ও মাছের স্বপ্নে বেঁচে থাকি
আমরা মুজিবের লোক
আমাদের বারুদগন্ধ মিশে আছে পতাকার রঙে
ত্যাগ ও মহিমাভাষায়-

যে যুদ্ধ ভালোবাসার
সেখানে পরাজয় নেই
সেখানে বিজয়ী জাতির রক্তে প্রতিদিন ভোর আসে
প্রতিদিন সূর্যোদয়ে
আত্মসমর্পণ করে হানাদার।

পরে পড়বো
৪৫৬
মন্তব্য করতে ক্লিক করুন