দুঃখ পথে
কামিনী রায়
সারাদিন পথে পথে, ধুলায় রবির তাপে
ভ্রমিয়াছি কোলাহন মাঝে
ঘন জনতার মাঝে, ছাড়িয়া দিছিনু হিয়া
নিজপুরে ফিরেছে সে সাঁঝে।
একলাটি বসে বসে, আপনার পানে চাহি
মনেরে ডাকিয়া কই
নিভৃত হৃদয় কক্ষে, ধীরে ধীরে অবতরি
নিরখি অবাক হয়ে রই।।
ভ্রমিয়াছি কোলাহন মাঝে
ঘন জনতার মাঝে, ছাড়িয়া দিছিনু হিয়া
নিজপুরে ফিরেছে সে সাঁঝে।
একলাটি বসে বসে, আপনার পানে চাহি
মনেরে ডাকিয়া কই
নিভৃত হৃদয় কক্ষে, ধীরে ধীরে অবতরি
নিরখি অবাক হয়ে রই।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন