কাজী নজরুল ইসলাম

কবিতা - আজ চোখের জলে প্রার্থনা মোর

কাজী নজরুল ইসলাম

আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরষের শেষে,
যেন এমনি কাটে আসছে-জনম তোমায় ভালোবেসে।।

এমনি আদর, এম্নি হেলা,
মান-অভিমান এম্নি খেলা,
এমনি ব্যথার বিদায়-বেলা এম্নি চুমু হেসে,
যেন খণ্ড মিলন পূর্ণ করে নতুন জীবন এসে।
এবার ব্যর্থ আমার আশা যেন সফল প্রেমে মেশে।
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ বরসের শেষে।।

যেন আর না কাঁদায় দ্বন্ধ-বিরোধ, হে মোর জীবন-স্বামী,
এবার এক হ’য়ে যাক প্রেমে তোমার তুমি আমার আমি।

আপন সুখকে বড় ক’রে
যে-দুখ পেলেম জীবন ভ’রে
এবার তোমার চরণ ধ’রে নয়ম-জলে ভেসে
যেন পূর্ণ ক’রে তোমায় জিনে সব-হারানোর দেশে
মোর মরণ-জয়ের বরণ-মালা পরাই তোমার কেশে,
আজ চোখের জলে প্রার্থনা মোর শেষ-বিদায়ের শেষে।।

পরে পড়বো
১২৫
মন্তব্য করতে ক্লিক করুন