কাজী নজরুল ইসলাম

কবিতা - আমরা শারাব পান করি

কাজী নজরুল ইসলাম

আমরা শারাব পান করি তাই শ্রীবৃদ্ধি ঐ পানশালার,
এই পাপীদের পিঠ আছে তাই স্থান হয়েছে পাপ রাখার।
আমরা যদি পাপ না করি ব্যর্থ হবে তাঁর দয়া,
পাপ করি তাই ক্ষমা করে করুণাময় নাম খোদার!

পরে পড়বো
১১১
মন্তব্য করতে ক্লিক করুন