কবিতা - বিশ্ব-দেখা জামশেদিয়া কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা বিশ্ব-দেখা জামশেদিয়া পেয়ালা খুঁজি জীবন-ভর ফিরনু বৃথাই সাগর গিরি কান্তার বন আকাশ-ক্রোড়। জানলাম শেষ জিজ্ঞাসিয়া দরবেশ এক মুরশিদে- জামশেদের সে জামবাটি এই আমার দেহ আত্মা মোর! ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন