কবিতা - দোহাই! ঘৃণায় ফিরিয়ো না কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা দোহাই! ঘৃণায় ফিরিয়ো না মুখ দেখে শারাব-খোর গোঁয়ার যদিও সাধু সজ্জনেরই সঙ্গে কাটে কাল তোমার। শারাব পিও, কারণ শারাব পান কর আর না-ই করো, ভাগ্যে ধার্য থাকলে নরক যায় না পাওয়া স্বর্গ আর। ♥ ০ পরে পড়বো ১০০ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন