কবিতা - যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখি বাজিল। মাধব নিকুঞ্জ-চারী শ্যাম বুঝি আসে- কদম্ব তমাল নব-পল্লবে সাজিল।। ময়ূর তমাল-তলে পেখম খোলে, ব্যাকুলা গোপ-বালা শুনিয়া সে তান, যুগ যুগ ধরি যেন শ্যাম বাঁশরি বাজায় গো, বাঁশিতে শ্যাম মোরে যাচিল।। ♥ ০ পরে পড়বো ৬৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন