কবিতা - কী লাভ, যখন দুষ্ট ভাগ্য কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা কী লাভ, যখন দুষ্ট ভাগ্য হাসল নাকো মুখ ফিরিয়ে, পেল না দিল সুখের সোয়াদ, দিন কাটাল ব্যথাই নিয়ে! যে ছিল মোর চোখের জ্যোতি, পুতলা আঁখির, গেছে চলে! নয়ন-মণিই গেল যদি, কী হবে এ নয়ন দিয়ে।। ♥ ০ পরে পড়বো ১৫৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন