কাজী নজরুল ইসলাম

কবিতা - রুবাইয়াত-ই- হাফিজ- ৭

কাজী নজরুল ইসলাম

আমার সকল ধ্যানে জ্ঞানে,
বিচিত্র সে সুরে সুরে
গাহি তোমার বন্দনা গান,
রাজাধিরাজ, নিখিল জুড়ে!
কী বলেছে তোমার কাছে
মিথ্যা ক’রে আমার নামে
হিংসুকেরা,- ডাকলে না আজ,
তাইতে আমায় তোমার পুরে!!

পরে পড়বো
১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন