সোনার মেয়ে! সোনার মেয়ে!
তোমার রূপের মায়ায় আমার
নয়ন ভুবন গেল ছেয়ে।।
ঝরে তোমার রূপের ধারা-
চন্দ্র জাগে তন্দ্রাহারা,
আকাশ-ভরা হাজার তারা
তোমার মুখে আছে চেয়ে।।
কোন গ্রহ-লোক ব্যথায় ভরে
কোন অমরা শূন্য করে
ওলো রাখলে চরণ ধরার পরে
রঙ-সাগরের রঙে নেয়ে।।
শিল্পী আঁকে তোমার ছবি,
তোমারি গান গাহে কবি,
নিশীথিনী হারিয়ে রবি
চাঁদ হাতে পায় তোমায় পেয়ে।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন