আগে পুঁতে কলা।
বাগ বাগিচা ফলা।।
শোনরে বলি চাষার পো।
কলা নারিকেল ক্রম রো।।
নারিকেল বার সুপারি আট।
এর ঘন তখনি কাট।।
ব্যাখ্যা– :
যে স্থানে বাগান করিতে সাধ যাবে।
অগ্রে কদলী গাছ তাহাতে বসাবে।।
পরে নারিকেল বৃক্ষ ক্রমেতে গুবাক।
বসাইয়া দিযে যথারীতি ফাঁক ফাঁক।।
নারিকেল বার বার হাত অন্তরেতে।
গুবাক বসাবে প্রতি আট আট হাতে।।

মন্তব্য করতে ক্লিক করুন