কবিতা - থাকে যদি টাকা করবে গো খনা (ক্ষণা) অনুকাব্য থাকে যদি টাকা করবে গো চৈত্র মাসে ভুট্টা রো।। ব্যাখ্যা– : চৈত্র মাসে ভুট্টা যেই করিবে রোপন। তার অন্নাভাব নাহি হয় কদাচন।। টাকা করিতে সাধ যদি থাকে চিতে। রোপণ করহ গিয়া চৈত্র মাসেতে।। ♥ ০ পরে পড়বো ১৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন