কবি সোহাইল আল হাবিব

কবিতা - পিতার পুনর্জন্ম

কবি সোহাইল আল হাবিব
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

পিতার পুনর্জন্ম

‎পিতা সৃষ্টির এক নিঃশব্দ কারিগর। 
‎তার আত্মা থেকে জন্ম নেয় যে আলো, 
‎তা শুধু রক্তের নয়, বরং এক ঐশী ধারাবাহিকতা
‎যার প্রতিটি ধ্বনি ও সুরে গাঁথা থাকে অনন্ত ধ্যান, দোয়া ও নিয়তের গল্প।

‎যখন পিতার বুকের গভীর ত্যাগে পুত্র উঠে আসে আলোয়, 
‎সেই আলো পিতার কালের ধারক — 
‎সে পুত্রের পদচারণায় জাগে, 
‎তার যিকিরে ধ্বনিত হয় পিতার জীবনের সুমধুর ধ্বনি।

‎পুত্র যখন ইলমে ঋদ্ধ, আদবে ভরপুর, 
‎তখন তার মাঝে পিতার নূর ফোটে — 
‎এ এক আত্মিক উত্তরাধিকার, 
‎যেখানে পিতার রুহ ফিরে আসে, 
‎ভেসে বেড়ায় সন্তানের সৎকর্ম ও আখলাকে।

‎জন্ম শুধু দেহগত নয়, 
‎আত্মিক সৃষ্টিই পিতার প্রকৃত পুনর্জন্ম। 
‎যখন পুত্র হয়ে ওঠে মানবতার বাতিঘর, 
‎তখন পিতার নিঃশব্দ কবর হয় আলোকিত মেহরাব। 
‎আর আসমানের ফেরেশতারা বলে ওঠে
‎“এই পিতা সফল, সে পুত্র রেখে গেছে 
‎যে তার নামেও নফল দোয়া হয়ে দাঁড়িয়েছে।”

‎এভাবেই, পুত্র হয়ে ওঠে 
‎পিতার আত্মার দ্বিতীয় সূর্যোদয়

পরে পড়বো
৯৩
মন্তব্য করতে ক্লিক করুন