কবি সোহাইল আল হাবিব

কবিতা - সৃষ্টির শপথ ও আত্মার সাক্ষ্য

কবি সোহাইল আল হাবিব
বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ আধ্যাত্মিক কবিতা

‎সৃষ্টির শপথ ও আত্মার সাক্ষ্য

‎সোহাইল আল হাবিব

‎সূর্য যখন আগুনের অর্ঘ্য হয়ে আকাশে জ্বলে,
‎চাঁদ যখন স্নিগ্ধ শীতলতায় রাতকে ঢেকে দেয়— তখনও তারা আল্লাহর শপথ বহন করে।
‎তারা সাক্ষী দেয় সেই মহাজাগতিক চুক্তির,
‎যেখানে প্রতিটি রশ্মি, প্রতিটি ছায়া বলে!
‎তুমি এক সৃষ্টির সন্তান, যাকে আল্লাহ দিয়েছেন বুঝবার দীপ্তি, চিনবার আলো।

‎দিন-রাত,আকাশ-পৃথিবী — সব এক একটি জ্ঞানের দরজা।
‎আত্মা সেই দরজার চাবি, যা খুললে দেখা যায় নিজের ভিতরে থাকা আলো আর অন্ধকারের যুদ্ধ। 
‎যে নিজের সাথে শুদ্ধ করে, সে যেন রাত্রির বুক চিরে ফোটা সুবহের প্রথম আলো;
‎সে সফল, কারণ সে বেছে নিয়েছে আত্মার মুক্তি। 
‎আর যে নিজেকে কলুষিত করে, সে ডুবে যায় এক অন্ধ গভীর কূপে,
‎যেখানে নিজের প্রতিচ্ছবিও ভয়ে মুখ লুকায়।

‎সামুদ জাতি ছিল শক্তিশালী, দাম্ভিক, কিন্তু অন্ধ। 
‎তারা আল্লাহর অলৌকিক নিদর্শন  সালেহ (আ.) এর উটনীকে হত্যা করে চিরন্তন গর্জনে নিমজ্জিত হয়। 
‎সে গর্জন ছিল শুধুই ধ্বনি নয়, ছিল এক আসমানি আদালতের রায়,
‎যেখানে দম্ভ পুড়েছে ছাই হয়ে। 
‎তাদের ইতিহাস নয়, তারা এক জীবন্ত সতর্কবার্তা।

‎সৃষ্টির প্রতিটি নিদর্শন, আত্মার প্রতিটি স্পন্দন বলে যায়
‎যে আলোর দিকে হাঁটে, সেই মুক্ত। 
‎যে অন্ধকারে শয়তানের হাত ধরে, সে ধ্বংসের পূর্বাভাস।

‎এই শপথের শব্দে, এই অলৌকিক মুগ্ধতায়,
‎মানুষ ফিরে তাকায় তার অন্তরে — 
‎আর খুঁজে পায় সেই পথ, যেটা সৃষ্টিকর্তার দিকে নিয়ে যায় নিঃশব্দে, দীপ্তিতে, আত্মার পূর্ণতায়।

কাব্যগ্রন্থ : অতিরিক্ত চোখের দ্যূতি

পরে পড়বো
৩৬
মন্তব্য করতে ক্লিক করুন