কবিতা - লেখা পড়া করে যেই মদনমোহন তর্কালঙ্কার শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ ছড়া লেখা পড়া করে যেই। গাড়ী ঘোড়া চড়ে সেই ॥ লেখা পড়া যেই জানে। সব লোক তারে মানে ॥ কটু ভাষী নাহি হবে। মিছা কথা নাহি কবে ॥ পর ধন নাহি লবে। চিরদিন সুখে রবে ॥ পিতামাতা গুরুজনে। সেবা কর কায় মনে ॥ ♥ ০ পরে পড়বো ৮০৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন