অস্থায়ী
মোঃ মাহফুজুর রহমান
তোমার লাগিয়া আছি আমি দীর্ঘ অপেক্ষায়,
কেটে যায় প্রভূত প্রভাত, তোমার দেখা নাই।
তুমি তো ছিলে না কখনো আমার,
ঐ সবই তো আমার কল্পনা।
তোমার ঐ চিত্তের কল্লোলে হয়তো আমি আর নেই,
কেন জানি তবুও এ হৃদয়ের স্পৃহা তোমাতেই!
তোমার ঐ অলকের সুঘ্রাণ, সে তো আমি ভুলতে পারি না,
তোমার ঐ মায়াবী লোচনে এখনো আমার ছবি আঁকি।
কত অহ-নিশা চলে যায়,
তবুও তোমাকে নাহি পাই।
আছো কি ডুবে অপরের মোহে,
এ হৃদয় তা জানতে চাই।
হয়তো আমার বিত্তের ঘর শূন্য,
তব কি আমি ভালোবাসতে পারি না!
যখন তোমাকে ছাড়তে হবে এ গৃহ,
যাবে কি তখন ঐ নিধির পাহাড় তোমার লাগিয়া!
আজ যার খাঁচায় তুমি পাখি হয়ে আছো,
সেদিন সেও তোমাকে অন্তঃকরণে নিবে না।
ধনে যদি দিত সুখ, তাহলে রাজা হইত সুখী,
এমনও রোগ হইল, খুঁজিতে লাগিল দুখী।
হায়! কিছুই তো স্থায়ী নই,
না তুমি, না আমি, না ঐ বিত্তের পাহাড়
সহসা এক অবেলায়, আনকোরা এক আহার্য করিবে আহার।
কেটে যায় প্রভূত প্রভাত, তোমার দেখা নাই।
তুমি তো ছিলে না কখনো আমার,
ঐ সবই তো আমার কল্পনা।
তোমার ঐ চিত্তের কল্লোলে হয়তো আমি আর নেই,
কেন জানি তবুও এ হৃদয়ের স্পৃহা তোমাতেই!
তোমার ঐ অলকের সুঘ্রাণ, সে তো আমি ভুলতে পারি না,
তোমার ঐ মায়াবী লোচনে এখনো আমার ছবি আঁকি।
কত অহ-নিশা চলে যায়,
তবুও তোমাকে নাহি পাই।
আছো কি ডুবে অপরের মোহে,
এ হৃদয় তা জানতে চাই।
হয়তো আমার বিত্তের ঘর শূন্য,
তব কি আমি ভালোবাসতে পারি না!
যখন তোমাকে ছাড়তে হবে এ গৃহ,
যাবে কি তখন ঐ নিধির পাহাড় তোমার লাগিয়া!
আজ যার খাঁচায় তুমি পাখি হয়ে আছো,
সেদিন সেও তোমাকে অন্তঃকরণে নিবে না।
ধনে যদি দিত সুখ, তাহলে রাজা হইত সুখী,
এমনও রোগ হইল, খুঁজিতে লাগিল দুখী।
হায়! কিছুই তো স্থায়ী নই,
না তুমি, না আমি, না ঐ বিত্তের পাহাড়
সহসা এক অবেলায়, আনকোরা এক আহার্য করিবে আহার।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৭২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন