এ আমার পাপ নয়
মোঃ আব্দুল মজিদ এনডিসি
অবিনশ্বর কবি বলে গেছেন- ‘এ আমার এ তোমার পাপ’
কিন্তু তা তো নয়, কিছু টক্সিক জনহিত শাপ কিছু জারজ বিলাসী তাপ
এই আমাকে অষ্টদিকে ঘিরে ধরেছে বিকৃত কারণে
কেননা, আমিতো এসেছি নিতান্তই এক ভুল স্থানে
বড্ড বেশি ভুল করে;
এখানে মধু ঝরে সকলের মুখে, অন্তরে অন্তরে
শুধু বিষটোপ। এই পরিণতি-এ আমার পাপ নয়
নেই কোন পাপবোধ ভেতরে, কোন বিষবৃক্ষ নিশ্চয়
রোপণ করিনি, কিংবা ছড়াতে আসিনি কোন পাপের বিষাক্ত ফসল
তবে কেন নিরন্তর দুচোখ ভরা অদৃশ্য কান্নার জল
চিরসঙ্গী হলো আমার। কেনই বা আর
বুক ভরা পাথরচাপা কষ্টের দুর্বহ ভার
নিয়ে দিন কাটাবো। বহু কষ্টে করতে হবে পার
কেন এতো বেদনার নীল-নীল আঁধার
কেন দগ্ধ হবো প্রতিদিন কেবল লা-ওয়ারিশ আগুনে
যে আগুন আমার জ্বালানো নয়। আবার এই জারজ ফাগুনে
কেন হাসতে বলো আমায় বেশ্যার মতো অকারণ সুখে?
যেখানে তোমাদের দেয়া হরেক রকমের নারকীয় দুখে
প্রতিদিন বড়বেশি কাতর হয়েছি, কাতর হয়েছি
আমি। মেঘের মতো কেবলই ভেঙ্গে পড়েছি
ক্রমশঃ ভেঙ্গে পড়েছি টুকরো টুকরো হয়ে
তোমাদের এ স্বর্গ থেকে ভূতল হয়ে রসাতল অব্দি চলেছি বয়ে
নিরন্তর চলেছি বয়ে………..
কিন্তু তা তো নয়, কিছু টক্সিক জনহিত শাপ কিছু জারজ বিলাসী তাপ
এই আমাকে অষ্টদিকে ঘিরে ধরেছে বিকৃত কারণে
কেননা, আমিতো এসেছি নিতান্তই এক ভুল স্থানে
বড্ড বেশি ভুল করে;
এখানে মধু ঝরে সকলের মুখে, অন্তরে অন্তরে
শুধু বিষটোপ। এই পরিণতি-এ আমার পাপ নয়
নেই কোন পাপবোধ ভেতরে, কোন বিষবৃক্ষ নিশ্চয়
রোপণ করিনি, কিংবা ছড়াতে আসিনি কোন পাপের বিষাক্ত ফসল
তবে কেন নিরন্তর দুচোখ ভরা অদৃশ্য কান্নার জল
চিরসঙ্গী হলো আমার। কেনই বা আর
বুক ভরা পাথরচাপা কষ্টের দুর্বহ ভার
নিয়ে দিন কাটাবো। বহু কষ্টে করতে হবে পার
কেন এতো বেদনার নীল-নীল আঁধার
কেন দগ্ধ হবো প্রতিদিন কেবল লা-ওয়ারিশ আগুনে
যে আগুন আমার জ্বালানো নয়। আবার এই জারজ ফাগুনে
কেন হাসতে বলো আমায় বেশ্যার মতো অকারণ সুখে?
যেখানে তোমাদের দেয়া হরেক রকমের নারকীয় দুখে
প্রতিদিন বড়বেশি কাতর হয়েছি, কাতর হয়েছি
আমি। মেঘের মতো কেবলই ভেঙ্গে পড়েছি
ক্রমশঃ ভেঙ্গে পড়েছি টুকরো টুকরো হয়ে
তোমাদের এ স্বর্গ থেকে ভূতল হয়ে রসাতল অব্দি চলেছি বয়ে
নিরন্তর চলেছি বয়ে………..
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন