কবিতা - বড্ড দেরী হয়ে গেছে

লেখক: মোঃ আব্দুল মজিদ এনডিসি

মগজের সাথে মুহূর্তে মিতালী করে কেউ একজন ফিসফিসিয়ে বলে গেল-
কখনো ভুল করেও হাল ছেড় না, একদিন নিশ্চিত যোগে মিলবে
অতঃপর এই দেহ কত নদী ঘাম ঝরালো!
দুচোখ তার কত বর্ষ স্বপ্ন হারালো!
চোখ এখন অপলক চেয়ে থাকে সীমাহীন সুদূরের পানে
চারিদিকে শুধুই চৈত্রের দুপুর!

অতঃপর চারিদিকে সহসা বৃষ্টির মত অনেক ফিসফিসানী;
এই তো, এই তো-যোগে মিলেছে!
হয়ত বা যোগে মিলেছে, কিন্তু বড্ড দেরী হয়ে গেছে।
কতদিনে আসবে তবে শরতের পরশ, বর্ষার ছোঁয়া?
হয়ত শুরু হয়ে যাবে আরেকটি কুটিল খরার অংক, আর
মগজ অপেক্ষা করে থাকবে আবার যোগে মেলার।
……
২০১০২৪, ঢাকা।
(ইদানীং এভাবে ভাবায় আমাকে)

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন