এক চন্দ্রভূক রাত ছিল সেদিন বড্ড এক বিমূর্ত রাত
হয়ত আমার জীবনের ছিল শ্রেষ্ঠ এক রাত….

আমার আজন্ম লালিত স্বপ্নকে বাতাসের নরম ছোঁয়ার মতো
পাই আমারই খোলা বুকের মাঝে-
এক অদ্ভূত খেয়ালের শিথানে

না জানি কত যুগ কেটে যায় হিলিয়াম-হেয়ালীপনায়!
আমি অকস্মাত তুষারের মতো হালকা ও শুভ্র হয়ে যাই-
শীতল ও নির্বাক বটে!

ভাবছি-এটাই জীবন, কাংখিত জীবন বুঝি এরকমই!
অঃপর বেরসিক শ্রেষ্ঠ রাত নিজ কাঁধে করে বয়ে আনে
এক বিকট-দর্শন কুষ্ঠময় দিন আমার চারপাশে
আমি অস্পৃশ‍্য হয়ে যাই আলোর বাঁকা চাহনিতে……

আমি বিগলিত তুষারের শীতল হাওয়া
হয়ে গড়িয়ে যাই- গড়িয়ে যাই গন্তব্য-অভিমুখে…..

নির্গমন নর্দমার শেষ প্রান্তে এক অটোমেটেড স্টপেজ;
রূপান্তরিত নয়নের লেন্সে আমারই প্রতিবিম্ব!
আমার চারিপাশে দেখি ডাস্টবিন-এলিমেন্ট!

পরে পড়বো
৫২
মন্তব্য করতে ক্লিক করুন