দৈত্যরা খেলা করে

মোঃ আব্দুল মজিদ এনডিসি

হে মানুষ! বৃথাই কেন তোমরা স্বস্তি চাও?
কেন শান্তি চাও? আমিতো জানি-তাকে কোথাও
খুঁজে পাবে নাকো আজ আর
আরো জানি-স্বপ্নিল আবেশ তোমার
কিছুতেই কাটে না কখনো;
বাড়ন্ত স্বপ্নরা এখনো
কেবলই খুবলে খুবলে খায়
তোমার ক্লান্ত হাড়-মাংস-মজ্জা, হায়!
জানি তবুও পাবে না, কখনো পাবে না
স্বস্তি ও শান্তি, কেননা-
ঐ দেখ মহাকাব্যিক দৈত্যরা খেলা করে
উদ্দাম খেলা করে প্রকাশ্য রাস্তার পরে
এমনকি আকাশে পাতালে। কোন পথ দিয়ে পালাবে?
তোমারও প্রিয় মাংস টুকরোদরে বিক্রি হবে
শিয়াল-শকুনী-কুক্কুরী কিংবা ডানকানা মাছের কাছে
তুমিতো জাননা-কে কোথায় বসে আছে
কেবলই ওঁৎ পেতে
পড়বে যে ধরা কখন কার ফাঁদে,
কে জানে! নির্বীর্য সময়ের ঝুল-বারান্দায়
কত আর কাটাবে আকাশ দেখে, হায়!
কতক্ষণ আর বলো লুকোবে চেহারা, ওরে
শিশুতোষ সাহিত্যের পাতায় গবেষকের ভান করে করে?
জানি প্রতিটি দিবস তোমার 
আজ এক একটি বিশ্বযুদ্ধ; হুলুস্থুল এপার-ওপার
প্রতিটি রাত তোমার গহন কলংকে
পুল-সিরাতের মতো কেবলই দীঘল এক আগ্রাসী আতংকে
জানি, এ বিশ্বযুদ্ধ কখনো শেষ হবে না তোমার
শেষ হবে না এ পুল-সিরাত কোনদিন পার হওয়া আর
কেননা, ঐ যে কুহুকিনী গণতন্ত্র কেবলই অসহায়
প্রেমাংশুর রক্ত চায়, রক্ত চায়
হে মানুষ, পালাবে তুমি, কোন পথ দিয়ে পালাবে
অবশেষে বেঘোরে হারাবে
জীবন-যৌবন-মান, সব কিছু জীবনের তরে
কেননা, সব পথে-পথে ঐ যে দৈত্যরা খেলা করে
উদ্দাম খেলা করে

(বাংলাদেশের এক সময়ের চিত্র অংকিত হয়েছে এখানে)
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯০ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন