এসো আজ আকাশ দেখি
এসো কিছু রোদ্দুর মাখি
কিছু ধুলা অঙ্গে লাগাই
যদি কিছু সুখ খুঁজে পাই
এসো জীবনের বাহিরে
যেথা আকাংখা নাহিরে
দূর সীমান্তে দৃষ্টি মিলাই
আজ দর্শনে জীবন সাজাই
তুমি আছো? নাহি বুঝি!
এসো জীবনের মানে খুঁজি
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন