অপার্থিব এক হাওয়া লেগে যদি আজ এমনই হতো-
এক নিমিষেই ১৭ কোটি মানুষ হয়ে যেত
লুইপা, বড়ুচন্ডি দাস কিংবা এ কালের মুজাহিদী
জলের গালিচায় যাযাবর পাখির মতো এমনও হতো যদি-
বসতো এক নীল চাঁদোয়ার নীচে একাকার সকলে
বাংলা একাডেমি কিংবা রমনার বটমূলে
আবৃতির এক মহাযজ্ঞে, হয়তো
আকাশটা কিছুটা ঈশ্বরহীন হয়ে যেত
শেলী কিংবা আরজ আলী মাতব্বরের মতন……
তবে স্বপ্নের এ গাঙ্গেয় ব-দ্বীপ হতো সেই স্বপন-
পলল-ভূমি, যেখানে ফিরে ফিরে আর
কখনো জন্মাতনা কোন এরশাদ শিকদার,
বাংলা ভাই কিংবা বন-খাদকেরা
জন্মাতনা কোন ইয়াবা-সম্রাজ্ঞীর মতো বিষ-বৃক্ষরা……
এ মাটিতে কোন কেড়ে নেয়া রক্তের দাগ পড়তো না
কেউ কখনো আর আকালিক ব্যাঙের ছাতার মতো স্বপ্ন-সৌধ গড়তো না
অন্যের স্বপ্নকে খুন করে করে- এ আমার কবিতার নিশ্চিত বিশ্বাস
যদিও আজ কবিরাও করে সন্ত্রাস…..
করে কেবলই নীরবে-নিভৃতে
যত অপদেবতার সকল নক্সাল-বাড়িতে
মারণ-কবিতার ককটেইলে
শুধু সেই কবিতার সন্ত্রাস চাই আমি একালে,
আমি চাই আজ সেই সোচ্চার সন্ত্রাসী কবিবর,
আমি চাই সেই দুর্দান্ত বাজিকরী চিত্রকর,
তুলির আঁচড়ে আঁচড়ে যিনি জীবন্ত স্বপ্ন দেখান
আর পরিপূর্ণ জোছনার মতো যিনি ভাবতে শেখান……
আমি চাই আজ ১৭ কোটি জয়নুল, এসএম সুলতান
আমি চাই ১৭ কোটি শামসুর রাহমান

মন্তব্য করতে ক্লিক করুন