কী জানি এক টক্সিক হাওয়ায় আজকাল কবিরা সব
কেমন যেন বিভ্রান্ত হয়ে গেছে মন ও মননে!
স্বজাতীয় রব হারিয়ে তারা সব রীতিমতো মত্ত হয়ে পড়েছে
মেটোনিমি ফিগার ও অক্সিমোরনে…
তাদের অষ্টমুখি ভাবনাগুলি তাই একত্রে জট পাকিয়ে
শক্ত এক জটাধারী বনে যায়;
জটাদন্ডগুলি এলোমেলো রূপে রীতিমতো পথিক সমুখে
এক পরিপূর্ণ এ্যাবস্ট্রাক্ট হয়ে দাঁড়ায়…
তারা কিছুই বলে না, তবুও পথিককে হ্যাং করে রাখে…
পথিক কী ভাবে, আদৌ কিছু ভাবে কিনা- বুঝা বড় দায়!
কেননা, তারা শুধু উঁকিঝুকি চায়;
সে চাওয়া নির্বাক- নিস্তব্ধতায়…
শুধু এক ভুতুড়ে নিঃছিদ্র অন্ধকারের অদ্ভুতুড়ে পরিস্থিতি
কাব্যিক অনুভূতি দেয় না;
সেতো এক গা-ঘিনঘিন বিবমিষা, যা পথিককে নেয় না
কখনো তার উর্ধ্বে- সে তো এক নিঃশ্বাসে পালাতে চায়…
স্বতঃরূপান্তরিত কবিরা বুঝি নরোওয়েস্টার-ছোবলে পড়ে
আজ ভাঙ্গা-ডানা চিল হয়ে গেছে…
তারা কি আর আদৌ গন্তব্যে পৌঁছায়!

মন্তব্য করতে ক্লিক করুন