এখানে এক অবাক শীতের অকালবোধন!
খুবই গুরুগম্ভীর শীত, কিন্ত আগুন জ্বালানো নিষিদ্ধ
তাই বুঝি সকলে নাক-কান-চোখ-মুখ এক
অবাক কাপড়ে শক্ত করে বেঁধে
মুখ গুঁজে পড়ে আছে এক অবাক বাতাসের বালিশে
তবুও চারিদিকে হিহি-রিরি-হাহা-হোহো
শব্দের দূরন্ত খেলা অবাক বাতাসে;
এ বাতাস আমাকে ছুঁয়ে যায় না…
আমি বুঝি, এখানে একেবারেই আগন্তুক কোন!
অবাক বিস্ময়ে দেখি- আমার ভাবনার ফ্রিকোয়েন্সি
কাউকে ছুঁতে পারে না…
হঠাৎ আমার মন দেখে -হুলস্থুল রাস্তা জুড়ে এক অবাক রাতদিন!
ফুটপাথ রাস্তার বুক জুড়ে হকারের
সুলভ পণ্যে ঠাসা…
এই কি তবে সেই কবিতার গুলিস্তান?
নাকি আমার সেই স্বপ্নের ভুল-স্থান!

মন্তব্য করতে ক্লিক করুন