মল্লিকা সেনগুপ্ত

কবিতা - আমার কবিতা আগুনের খোঁজে

মল্লিকা সেনগুপ্ত

আমার কবিতা আলোর চাতক, অন্ধকারের মুনিয়া

আমার কবিতা ছোট পরিবার, বাইরে বিরাট দুনিয়া

কবিতা আমার ঘরসংসার

নদী পাহাড়ের গল্প

আমার কবিতা পারমাণবিক

যুদ্ধ অল্প অল্প

কবিতা আমার ঘরের যুদ্ধ, যুদ্ধশেষের কান্না

আমার কবিতা গণধর্ষিতা উনুনে চাপানো রান্না

আমার কবিতা দাঙ্গাশিবির

গুজরাট থেকে বাংলা

কবিতা আমার পড়তে বসেছে

অবনের বুড়ো আংলা

আমার কবিতা অসহায় যত পাগলী মেয়ের প্রলাপ

আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ

কবিতা আমার মেধা পাটকর

শাহবানু থেকে গঙ্গা

আমার কবিতা অলক্ষ্মীদের

বেঁচে থাকবার সংজ্ঞা

কবিতা আমার বিশ্বায়নের মার্জার সরণিতে

কবিতা আমার সুন্দরবনে হেঁটে যায় মধু নিতে|

আমার কবিতা মৈত্রীমিছিল

সমানাধিকার কর্মী

আমার কবিতা পথে পথে ঘোরে

অসুখ সর্দিগর্মি

আমার কবিতা ফুটপাথ শিশু, গর্ভে নিহত কন্যা

কবিতা আমার ঝড় দুর্যোগ মহামারী ধ্বস বন্যা

আমার কবিতা যুদ্ধবিরতি

প্রথম চুমুর লজ্জা

কবিতা আমার গর্ভের কোষে

নবজাতকের তরজা

আমার কবিতা মনিপুর জুড়ে নগ্নমিছিলে হাঁটে

আমার কবিতা রান্নাঘরের উচ্ছে – বেগুন কাটে

কবিতা আমার ছেলের দু ‘ঠোঁট

বাবার স্মৃতির স্পর্শ

কবিতা আমার দুঃখের ভাষা

প্রিয় বিরহের বর্ষ

কবিতা আমার মর্জিমাফিক যুদ্ধের সঞ্জয়

কবিতা আমার বারবার হারে বারবার পরাজয় |

কবিতা আমার দিনান্তে ডাল

গরম ভাতের গর্তে

আমার কবিতা বাঁচতে শিখেছে

নিজেই নিজের শর্তে |

সেলাম সেলাম জিভ-কাটা-খনা, ব্যাস, বাল্মীকি,

দান্তে

আমার কবিতা আগুনের খোঁজে বেরিয়েছে কাঠ আনতে |

পরে পড়বো
৪৮
মন্তব্য করতে ক্লিক করুন