ঊষার আভাসমাত্রে আমার তাঁতিরা লগা হাতে নেমে গেছে
কার্পাসের বনে, তুলো কাটবার শব্দ থেকে ক্রমশ ভৈরবী
মাটিতে বিছিয়ে দিলে এই বস্ত্র শিশিরের ঘাস বলে ভ্রম
হতে পারে-মলমল, আলাবালি, দক্ষিণের তাঁত–কে নিবি নে।
সোনায় খচিত করে দিও ঋতু এ বারের কাঁকড়াবিছেয়
আমাদের অলংকার থেকে ছটফট করে উঠুক জাহ্নবী-
হাটে ডিম চুরি করে যে মেয়েটি তারও চোখ আলোয় নরম।
হিরের জড়োয়া দিয়ে আমাকে ওজন করা হল জন্মদিনে।
এলাচের গন্ধে ম ম সায়াহ্নের ঘাটে বাঁধা আছে নাবিকের
বাণিজ্য বহর, ম্যাপ উল্টে দিয়েছে হার্মাদ-হায় মালবিকে!

মন্তব্য করতে ক্লিক করুন