না আমি তোমার পায়ে খৎ লিখে দেব না কখনো
তোমাকে বাসব ভাল একটি স্বাধীন মেয়ে হয়ে
যে রকম ভালবাসা বননিষাদের মধ্যে ঘটে
পেঙ্গুইন যেরকম ভালবাসে হিমবাহটিকে
না তুমি কখনো খৎ লিখে দিতে বলোনি আমাকে
প্রিয় গাছ ধন্যবাদ, প্রিয়তম প্রণাম তোমাকে
নিরন্তর বৃক্ষপূজা করি আমি, চামড়া সবুজ,
আমাদের রক্তস্রোতে মিশে গেছে বন ও নিষাদ।

মন্তব্য করতে ক্লিক করুন