মেয়ের বর্ণে মিশুক গঙ্গা যমুনা

অশ্বের গতি লাগুক সিন্ধু মাটিতে

প্রথমে বেরোবে রক্তগোলাপ করোটি

তারপর হাতে আঙ্গুলে কি মায়া জড়ানো

চোখ মুখ কান তখনো মেয়ের ফোটেনি

যা শোনে কিছুই বোঝে না, বুঝতে পারে না

সোনার নুপূর পায়ে লেগেছিল জঠরে

ধাতুচিহ্নিত পা নিয়ে কন্যা আসবে

আমার মাদুরে উবু হয়ে শুয়ে যখন

পা দুটি নাড়াবে, মনে হবে এক নাগিনী

শঙ্খে মেতেছে নাগের সঙ্গে পাতালে

পায়ের গহনা মণির মতন তীব্র

মিশুক গঙ্গাযমুনা মিশুক রক্তে

গলা শুনে গাছ মাথা নোয়াবেন সামনে

যেন তার চোখে গহন মন্ত্রগুপ্তি

জানি না ও কবে মিশবে রক্তে জঠরে

জানি না জানতে চাইনা কিন্ত মিশুক

যে ভাবে যমুনা আর্য রক্তে মিশেছে!

পরে পড়বো
৮১
মন্তব্য করতে ক্লিক করুন