ছাদ ছিল নিচু, তার খড়ের ঝালর সরে গেলে

যে শিশুটি কেঁদে ওঠে সে খুব দুর্ভাগা, আগে তার

ওপর মাড়িতে দাঁত দেখা দিল, যে ভাবে ঊষায়

সূর্যের শকট ওঠে, ভয় পেল কিশোরী জননী

সে দেখে স্বপ্নের দেশে উড়ে যেতে আদিম হংসীকে

সে দেখে হংসীর চোখ রাগে লাল, পাখায় তাণ্ডব

অনেক হিসেব কষে বুড়ো ওঝা বিধান দিলেন

প্রথমে গাছের সঙ্গে বিয়ে দিতে হবে শিশুটির।

এগারো বছরে যদি একবারও হংসীজননী

ফিরে আসে তবে সত্যি বিয়ে হবে মাদল বাজিয়ে।

পরে পড়বো
৬৯
মন্তব্য করতে ক্লিক করুন