মল্লিকা সেনগুপ্ত

কবিতা - মিথ্যার দশটি মাথা

মল্লিকা সেনগুপ্ত

যার সঙ্গে সহবাস করো তাকে মিথ্যা বোলো না

মিথ্যার দশটি মাথা দশ মুখে ছড়ায় জঞ্জাল

ভালবাসা মরে গেছে তাই মুখে জঞ্জাল লেগেছে

স্বরূপ বুঝেছে তার জীবমৃত যে দুটি মানুষ

তাদের শোবার ঘরে এপিটাফ লিখবে কবিরা

শাদা খই ঢেকে দেবে প্রণয়ের মতো অভিনয়

জীবন পালটে ফেলা যতটা কঠিন

ফুরানো প্রেমের শব কাঁধে রাখা শক্ত তার চেয়ে।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন