মল্লিকা সেনগুপ্ত

কবিতা - অনাবাসির চিঠি

মল্লিকা সেনগুপ্ত

এখানে জীবন বড় মায়াময়

বদলে গিয়েছে সমাজ সময়

এখানে সুখের ঘর বানিয়েছি

তপ্ত দুপুরে সারা দিন এ সি

তবু মনে পড়ে ধূ ধূ বাংলায়

বন্ধুরা মিলে শিতে বরষায়

চায়ের কাপেই তুলেছি তুফান

রকে বসে বসে সিনেমার গান

মন খারাপের বিকেলবেলায়

একটি মেয়েকে মনে পড়ে যায়

দেশে ফেলে আসা সেই সুখস্মৃতি

ভোলা তো গেল না প্রথম পিরিতি

এ দেশে আরাম এ দেশে ডলার

ছেলে মেয়ে বৌ ফিরবে না আর

এখন এখানে নামছে শেকড়

জমিও কিনেছি দু-এক একর

এখানে অশেষ অঢেল খাবার

এখানে পিত্জা হ্যামবার্গার

তবুও মায়ের হাতের শুক্ তো

মনে পড়লেই ভিষণ দুখ তো !

এখানে বৌরা স্বয়ংসিদ্ধা

নিজে হাতে কাজ তরুণী বৃদ্ধা

তবু মনে পড়ে কলেজের সেই

ছিপছিপে রোগা তরুণীটিকেই

বুকে দাগা দিয়ে গিয়েছিল চলে

আজও ডাক দেয় স্মৃতির অতলে

এখানে সুখের ঘর বানিয়েছি

তবু মনে হয় কি যেন হল না

বুক খাঁ খাঁ করে, বলো না বলো না

সুখপাখিটিকে হারিয়ে ফেলেছি ।

পরে পড়বো
৮১
মন্তব্য করতে ক্লিক করুন