মল্লিকা সেনগুপ্ত

কবিতা - প্রবাস যাত্রা

মল্লিকা সেনগুপ্ত

চারুদত্ত নামে এক ব্রাহ্মণ ছিলেন

রমণী কুলটা তার

পেয়ারাবাগানে চোর মুর্ছা গেছে দেখে সেও সংকেত পাঠাল

যদি আজ চরিতার্থ না করো আমায় স্ত্রীহত্যার পাপ হবে।

মারো কিংবা মরো

আমার আঁচলে বীধা দেবী বিষহরি।

ভাগীরথী আর এক ক্রোশ

ব্রাহ্মণ প্রবাসযাত্রা করে এসময়।

পরে পড়বো
৫০
মন্তব্য করতে ক্লিক করুন