কবিতা - পুরুলিয়ার মেয়ে মল্লিকা সেনগুপ্ত বিবিধ কবিতা চোত বোশেখের বাতাসে পুরুলিয়ার মাটিতে একটি মেয়ে বাঁশি বাজায় ল্যাংড়া আমের আঁটিতে। ছাগল চরায় ভর দুপুরে কাঁঠাল গাছের ছায়াতে পাহাড় টিলায় খাঁ খাঁ রোদের শুখা জমির পাড়াতে। জল নেইকো , হয়না ফলন তবুও বাঁচি সজোরে অযোধ্যার ওই পাহাড় তলায় ঘর বেঁধেছি ক’জনে। ♥ ০ পরে পড়বো ৮৪ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন