আমার প্রেমের ধরণ একটু আলাদা
তোমার গোলাপ কাঁটায় আমাকে বিঁধলে
সে কাঁটা যেনো গো তোমারও হৃদয়ে বিঁধে
আমার লাস্য লড়াই তোমার হিল্লে ।
পুরুষ তুমি যে আমার কপাল গড়ছো
পুরুষ তুমি যে আমার নৌকো চালাও
পুরুষ তুমি যে ভালোবাসা দিয়ে মারো
কে তোমাকে এতো অধিকার দিলো ঢালাও ।
বলেছিলে তুমি চিরদিন ভালোবাসবে
সব মিছে কথা সব কি শীতের কুয়াশা
রোদ উঠলেই বাতাসে উধাও
তোমার আদর সোহাগ এমনি দুরাশা ।
তোমাকে দেখেছি আকাশের মতো ব্যাপ্ত
তোমাকে দেখেছি রোদ্রের মতো তপ্ত
তোমাকে দেখেছি পশম আলিঙ্গনে
তোমাকে দেখেছি বরফ এবং আগুনে।
পুরুষ তোমাকে ভালোবাসি তাই ঝগড়া
নিষ্ঠুর তুমি সনাতন মনোভঙ্গি
বুঝতে পারো না মেয়েরা পাল্টে যাচ্ছে
শুধু তোমরাই আজ রয়ে গেলে জঙ্গি ।
তোমার জন্য সিঁথেয় রক্ত চিহ্ন
তোমার সঙ্গে পুড়েছি সতীর চিতায়
তোমার স্মৃতিতে আলোচাল খাওয়া বিধবা
আমার জন্য কি করেছো তুমি মিতা ।
তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো
ভালোবাসো যদি কেনো বা বুঝতে পারো না
তোমার মতোই আমিও একটি মানুষ
আমারও রয়েছে রক্ত মাংস তাড়না ।
ও পুরুষ তুমি এতো দাম্ভিক কেনো গো
কখন তোমার পান থেকে চূন খসবে
সেই ভয়ে আমি তটস্থ থাকি
সহসা তুমি ব্যাথা দাও তুমি দাও শ্লেষ ব্যঙ্গ ..।

মন্তব্য করতে ক্লিক করুন