মল্লিকা সেনগুপ্ত

কবিতা - স্বীয় ঘাটকীয় গন্ধে

মল্লিকা সেনগুপ্ত

শিকারী ঈগল মাংসখণ্ড ভেবে ঠোঁটে তুলে নিল মল্লিকাকে

তখন অঘ্রাণ, বিন্ধ্য পাহাড়ের ঘাসে মোড়া ক্যাবিনেট জুড়ে

ক্রমশ: নেমেছে শীত। আমি কি মহিষী তোর? এত সন্তর্পণ

নাড়াচাড়া কেন যদি না দিলি পালঙ্ক, রতি, বিষ অঙ্গুরীয়

পাঁচশত কালো ঘোড়া যাদের একটি কার শ্বেত, বরপণ

দিতে এসেছিলো, আজ তারা জঙ্গলে সহস্র গলিপথে স্বীয়

ঘোটকীয় গন্ধে বিভোর। পাহাড় চুড়োর স্বামী এসে চুপচাপ

সূর্যাস্ত দেখেন, অশ্ব আর রমণীয় লোমকূপে নামে বাত।

পরে পড়বো
৫৫
মন্তব্য করতে ক্লিক করুন