মল্লিকা সেনগুপ্ত

কবিতা - সিন্ধু দ্রাবিড়

মল্লিকা সেনগুপ্ত

স্বচ্ছজল সিন্ধুনদ, দেশটি দ্রাবিড়

ঘনকৃষ্ণরং ছিল ওখানে মানুষ

স্নানঘরে ঢুকে যেত শান্ত স্রোতস্বিনী

তবু তার অপরূপ জল নিষ্কাশন

জল ঘিরে গড়ে ওঠে মানুষের নীড়

শস্য বোনা শেখে তারা, চিনে নেয় কুশ

পশুপালনের শ্রম তখনো মোছেনি

সবে তুলোবীজ ভেঙে বুনেছে বসন

পূর্বপুরুষের হাড় আমার শিকড়

আমরাই নগরীর নারী ও পুরুষ

জলমাটি ঘেঁটে বাড়ি বানিয়ে তুলেছি

সিন্ধুদ্রাবিড়ের মাটি আমার শিকড়

আমরাই নগরীর নারী ও পুরুষ

পৃথিবীর গর্ভ খুঁড়ে ধাতু বানিয়েছি।

পরে পড়বো
৫৭
মন্তব্য করতে ক্লিক করুন