সমস্ত শরীর জুড়ে আলস্য নামছে

পিঠে পায়ে জরায়ুতে পায়ের পাতায়

দিগন্তের খুরের ধুলো উড়িয়ে আসছ

যে ঘোড়সোয়ার তুমি কি আমাকে নেবে?

না আমি আলস্যে তাকে চুলে ঢেকে নেব?

সমস্ত শরীরে তারামণ্ডল হাসছে।

পরে পড়বো
৭৭
মন্তব্য করতে ক্লিক করুন