হৃদয় অবাধ বিচরণ ছিলো তার
অধিকার ছিলো যে ভালোবাসার
শুধু হয়ে গেছে ফেরারী বসন্ত সে হয়তো।
নয়তো সে আমার আকাশ ময়
বয়ইতো দক্ষিণা যার বাতাস হয়ে
তার বুকের গান শুনে
মনে ইচ্ছারা সারা রাত জাগতো
আজ সে হয়ে গেছে ফেরারী বসন্ত
আর দেখে নাই চাঁদের
লক্ষ লক্ষ নক্ষত্রেরে গুনে
মনে অশান্ত , আজ যে সে ফেরারী বসন্ত
তার চোখে চোখ রেখে বলতে চাই
এখানো আমি তোমাকেই চাই।
জীবন আজ মৃত্যুর থেকে যন্ত্রণা ময়,
তোমাকে ছাড়া কাটাছে না সময়।
এসো ফিরে আমার হৃদয় ঘরে।
আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস ব্যাকুল তোমার তরে।
© Manab Mondal

৭
মন্তব্য করতে ক্লিক করুন