আমি সৈনিক, আমার স্বপ্ন তাই
আমি শহিদ হয়ে মরতে চাই
যদি আমি যুদ্ধক্ষেত্রে মারা যাই,
দেহটা দেশের পতাকায় মুড়ে
বাক্সে বন্দী হয়ে যখন যাবো ঘরে ফিরে।
তখন চোখের তুমি জড়িয়ে ধরো মোরে।
রাখবে যখন আমার মেডেলগুলো বুকে
তারা বলবে আমার মাকে আমার দুষ্ট বোনকে
আমি লড়েছি আমার দেশের জন্য।
আমার শেষ রক্তের বিন্দু এ মাটিতে মিশে হয়েছে ধন্য।
আমাকে নিয়ে চিন্তা সাদা চুলো বুড়ো বাবা মাথা উচুঁ করে বলবে।
ছেলে তার সূর্যাস্তের মতো চিরনিদ্রায় চলে বলে
আজ রাতে তোমরা নিশ্চিতে ঘুমাবে।
তবে আমার দেশবাসীকে কাঁদতে বারন কোরো
আমি একজন সৈন্য, আমার জন্মই মৃত্যুর জন্য

১৮
মন্তব্য করতে ক্লিক করুন